
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -Abdur Rakib, COO, Programming Hero এবং Shariar Hossain, Web Instructor, Programming Hero. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদ-উন-নবী।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী, গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা জনাব শরীফুল ইসলাম স্যার, জনাব হামিদুর রহমান স্যার, জনাব মণীষ কুমার রায় স্যার এবং গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব সাইদুজ্জামান সাগর। প্রায় ৩ ঘন্টাব্যাপী সময়ে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার আয়োজনে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব আইয়ুব আলী স্যার।
Tags
Share
Related News
Tags
Archive
Recent Works & Events






Express Your Opinion
Do you think it's fair to cutting trees for development?
Comment