• Today: February 21, 2025

গ্রীন ভয়েস- রাজশাহী কলেজ শাখায় শুরু হয়েছে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালা

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে "গ্রীন ভয়েস"-এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী। তারই অংশ হিসাবে গ্রীন ভয়েস- রাজশাহী কলেজ শাখায় শুরু হয়েছে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালা।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন
★মু:যহুর আলী স্যার
অধ্যক্ষ,রাজশাহী কলেজ।
★মো:গোলাম কিবরিয়া স্যার
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ
উপদেষ্টা, গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ।
★মো:মোস্তাফিজুর রহমান স্যার
প্রভাষক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ
উপদেষ্টা, গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ।
★রাবেয়া খাতুন
সভাপতি, গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ।
★আশিক। সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস,রাজশাহী কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ তুষার,শিক্ষা বিষয়ক সম্পাদক স্বর্না ও গ্রীন ভয়ে, রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি নাহিদ হাসান জনি ও সহ-সভাপতি আরিফুল ইসলাম।
কর্মশালার আজ প্রথম দিন দিন।

Tags

Comment