• Today: May 15, 2024

Recent Activities

Recent Activities

গ্রীন ভয়েস- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে

গ্রীন ভয়েস- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করা হয়।

১ম দিনে আমাদের কার্যক্রম: মোবাইল, ব্যাগ, ঘড়ি, বই সহ অন্যান্য মূল্যবান জিনিস পত্র বিনামূল্যে জমা রাখা হয় এবং সার্বিক সহযোগিতা করা হয়।

উপস্থিত ছিলেন: গ্রীন ভয়েস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নাফিজ আহাম্মেদ সহ অন্যান্য সবুজ বন্ধুরা।

Anudhabon

Anudhabon

বেরোবিতে গ্রীন ভয়েসের "মনের স্বাস্থ্য: সুখের চাবিকাঠি " ও "ECO-FRIENDLY BUSINESS" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মনোবিজ্ঞানী ও সোনার তরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফাতেমা রুমি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ মাজেদুল হক স্যার। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বহ্নিশিখার রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং সেমিনারটি সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়া ।

প্রায় ৩ ঘন্টাব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা এবং মনোভাব তৈরি করা যায় এসব নিয়ে আলোচনা করা হয়।

Prayash

Prayash

"Precautions for Dengue Awareness"

A tiny mosquito carries the life cycle of each family member, changing roles among them. Young children become caregivers or parents become dependents. In the midst of the dengue situation, the country is experiencing its worst outbreak in history.

"Actions for Dengue Awareness" is a noteworthy topic. To spread awareness about this pressing issue, the regular sessions of "Prayash," organized by the Green Voice of Haji Mohammad Danesh Science and Technology University branch, are playing a significant role.

Activities

Activities

বহ্নিশিখা, লালমনিরহাট সরকারি কলেজ শাখার বহ্নিশিখার ইফতার মাহফিল

বহ্নিশিখা (গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার  বিষয়ক অঙ্গসংগঠন)। লালমনিরহাট সরকারি কলেজ শাখার বহ্নিশিখা  নিয়ে আজকে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের আয়োজন করা হয়। বহ্নিদের কর্ম পরিধি বৃদ্ধির জন্য আয়োজিত আজকের ইফতারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা,গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সোহেল সহ বহ্নিশিখার সদস্যরা।

Porosh

Porosh

গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার আয়োজনে সাপ্তাহিক পাঠচক্রের আসর

গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সদস্যদের দলীয় উপস্থাপনায় উপস্থাপিত সাপ্তাহিক পাঠচক্রের আসর।


আলোচ্য বিষয় ছিল "দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য"

Videos