• Today: August 16, 2025

অসহায়ের পাশে গ্রীন ভয়েস, বেরোবি শাখা

16 August, 2025
382

অসহায়ের পাশে গ্রীন ভয়েস, বেরোবি শাখা

"একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে "

এই স্লোগানকে ধারণ করে আজ গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার দুর্যোগে বা প্রয়োজনে সবার আগে সেবাদানকারী উপটিম "পরশ" এর পক্ষ থেকে একজন অসহায় মহিলাকে  সাহায্য করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদমান হাফিজ রিমন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রাকিব আসাদ, উম্মে জেবিন, সাগর চন্দ্র, সাকিব সরকার।