• Today: August 14, 2025

ড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত নিয়মিত পাঠচক্রের আসর - 'প্রয়াস'

14 August, 2025
276
”বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।” –জেমস রাসেল
আজ সফল ভাবে সুসম্পন্ন হয়েছে গ্রীন ভয়েস - কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত নিয়মিত পাঠচক্রের আসর - 'প্রয়াস'। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সবুজ কণ্ঠরা।
আলোচনার বিষয় ছিল "সৈয়দ শামসুল হকের জীবনী" আলোচক হিসেবে ছিলেন শ্রী সুজয় চন্দ্র রায়, সাদমান হাফিজ স্বপ্ন এবং উপস্থানা করেন তহ্নি বণিক
জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশী বেশী বই পড়ুন। নিজে বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। সকলের উপস্থিতি এবং অংশগ্রহণে প্রানবন্ত হয়েছিলো পাঠচক্রের আসর 'প্রয়াস'।

Tags

Comment