• Today: July 25, 2025

গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সাপ্তাহিক পাঠচক্রের আসর

25 July, 2025
202
প্রয়াস (সাপ্তাহিক পাঠচক্রের আসর) গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার একটি অন্যতম কার্যক্রম। এতে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। বাড়ে উপস্থাপনা শৈলী, নির্ভয়ে কথা বলার স্পৃহা।
আজকের আলোচ্য বিষয় ছিলো "বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস"। চমৎকার ভাবে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করেন তাসফিয়া বিলকিস এবং সীমান্ত মোহন্ত। সবার মতামত এবং পরামর্শে আনন্দময় হয়ে উঠে পুরো সময়।
আলোচ্য বিষয়ের উপরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী রাবেয়া সুলতানা, লিমন ও ইশতিয়াক কে অভিনন্দন।

Tags

Comment