• Today: February 21, 2025

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী।

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী। 

তারই অংশ হিসাবে গ্রীন ভয়েস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা শাখা - এ চতুর্থ  দিনের মতো অনুষ্ঠিত হলো "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালা।

প্রশিক্ষণে আজ গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার উপদেষ্টা মোছা: খাদেজাতুল কোবরা তন্দ্রা ম্যাম, চেয়ারম্যান সমাজকর্ম বিভাগ। বহ্নিদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার পাশাপাশি কিভাবে তিনি সংগ্রাম করে এতদূর এসেছেন,তাঁর জীবনের গল্প সবকিছু বহ্নিদের অনুপ্রেরণা জুগিয়েছে।

Tags

Comment