• Today: February 21, 2025

গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় শুরু হয়েছে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" কর্মশালা

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে "গ্রীন ভয়েস"-এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী। তারই অংশ হিসাবে গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় শুরু হয়েছে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী (৮ থেকে ১৪ তারিখ) কর্মশালা। কর্মশালার আজ শেষ দিন!

সপ্তাহ ব্যাপী চলমান এই কর্মশালায় নেত্রকোণার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এ কর্মশালায় আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি নারীদের আত্ম-নির্ভরশীলতা অর্জনের মধ্য দিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য উৎসাহিত করা হয়। এছাড়াও মানসিক স্বাস্থ্যের যত্নে, আত্মবিশ্বাস উন্নয়নে, নারী নেতৃত্ব তৈরিতে, বিভিন্ন সামাজিক অসংগতি দূরীকরণে নারীদের করণীয় এবং বহ্নিশিখা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। 

 বহ্নি আপুদের অনুভূতি, আত্মবিশ্বাস উন্নয়ন, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজের নানান অসংগতি দূর করতে চাওয়ার আকাঙ্ক্ষা  প্রভৃতি কতগুলো গল্প শোনার মধ্য দিয়ে ৭ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালা শেষ হয়েছে।

নেত্রকোণায় প্রথমবারের মত "গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয়" শাখা ও "গ্রীন ভয়েস-নেত্রকোণা সরকারি কলেজ" শাখার নেতৃত্ববৃন্দের নেতৃত্বে বলীয়ান নারী'র আয়োজনে উক্ত কর্মশালাটি সুশৃঙ্খলভাবে আয়োজিত হয়েছে।

Tags

Comment