
গ্রীন ভয়েস-এর পরশ টিম নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়, সোনাদিয়া গ্রাম, চর আলগি বাজারের বন্যার্তদের মাঝে সামান্য কিছু জরুরী সহায়তা সরবরাহ করেছে।
জরুরি সহায়তার তালিকায় ছিল- চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খেজুর, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ওরস্যালাইন, মোমবাতি, লাইটার, প্যারাসিটমল ট্যাবলেট।
গ্রীন ভয়েস-এর ১৬ টি উপটিম নিয়ে দেশজুড়ে কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগে (প্রাকৃতিক ও মানবসৃষ্ট) দ্রুত সাড়া প্রদানকারী উপটিম পরশ।
গ্রীন ভয়েস পরিবার বন্যায় মৃত্যু বরণকারীদের জন্য গভীরভাবে শোকাহত। ১৩ টি জেলার প্রায় ৪৫ লাখ পানি বন্দী মানুষের জন্য প্রার্থনা এবং অগণিত স্বেচ্ছাসেবক যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্যোগে ঝাপিয়ে পড়ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
দেশের এই বৈরী পরিস্থিতিতে সবাই এগিয়ে আসুন, সকলের সম্মিলিত এবং আন্তরিক প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ নিশ্চয়ই কাটিয়ে উঠবো।
Share
Tags
Archive
Recent Works & Events






Comment