পার্বত্য চট্টগ্রাম গ্রীন ভয়েস ও বান্দরবান জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি সদরে বন্যার্ত ক্ষতিগ্রস্থদের উপহার সামগ্রী তিনটি পাড়ায়( আক্য ডাক্তার পাড়া, ঘাটপাড়া ও গড়গয্যাছড়ি) প্রদান করা হয়।
মোট-৭৪টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ঔষধসহ এক হাজার টাকা করে উপহার সামগ্রী দেওয়া হয়। সামগ্রী হিসেবে ছিলোঃ চাল,আলু,ডাল,লবণ,তেল,পেঁয়াজ, রসুন,সাবান,গুড়া মরিচ ,নাপা,স্যালাইন, নারীদের প্যাড।
এসময় গ্রীন ভয়েস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক সঞ্চালনায় বক্তব্য রাখেন বাপা খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক গফুর আহমদ তালুকদার সাধারণ সম্পাদক, বিদর্শন চাকমা সদস্য বাপা, বান্দরবান জেলা শাখার সদস্য জেসি চাকমা ও ক্যামংচিং মারমা।এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও খাগড়াছড়ি জেলা শাখা সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags
Share
Tags
Archive
Recent Works & Events
Express Your Opinion
Do you think it's fair to cutting trees for development?
Comment