• Today: December 21, 2024

বন্যার্তদের পাশে গ্রীন ভয়েস

21 December, 2024
97

বন্যার্তদের জন্য গ্রীন ভয়েস-এর সহযোগিতা পৌঁছে গেছে নোয়াখালী জেলার মাইজদী সদর থানা থেকে ৪ কি.মি, পশ্চিমে ১১নং নেয়াজপুর ইউনিয়ন।

স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয় বাসিন্দারা আয়োজন করে। তাদের মধ্যে ছিল: ছন্দ রায় চৌধুরী, শুভ মজুমদার,শোভন মন্ডল,সুশান্ত ভৌমিক, প্রতিক ভৌমিক, পিংসু ভৌমিক।
খাদ্য দ্রব্য হিসেবে ছিল: চাল, ডাল, তেল, আলু, মুড়ি, চিড়া, খাবার স্যালাইন আর ১ বাড়িতে বড় ছোট হিসেব করে সম্ভব অনুযায়ী জ্বালানী জিনিস পত্র।

Comment