• Today: December 22, 2024

বিশ্ব নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিশ্ব নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ অনুষ্ঠানটি কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নদী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস ডিগ্রি কলেজ শাখার সভাপতি জয়দেব ঘোষ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক সভাপতি শাহরিয়ার কবির হৃদয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়ূন কবির সুমন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন, গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখার আহবায়ক সৈয়দ আনোয়ার, সাংবাদিক আল-আমীন সাহেদ, এবং প্রধান উৎসাহদাতা হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ পুর ডিগ্রি কলেজের প্রভাষক মইনুল হক, প্রভাষক গোপাল ভৌমিক, বেলাল স্যার, এমদাদ স্যার, শিক্ষক শারমিন সাথী, মুন্নী ভূইয়া ও সবুজ দেবনাথ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-বিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং নদী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়। অতিথিরা তাদের বক্তৃতায় নদীর গুরুত্ব, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা এবং পুরস্কার তুলে দেন অতিথিরা।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুবর্না আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন মৌমিতা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করে শিফা আক্তার।
এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রীন ভয়েস রামকৃষ্ণ পুর ডিগ্রি কলেজ শাখা পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে যথেষ্ট সফল হয়েছে। এবিষয়ে অধ্যক্ষ লোকমান হোসেন বলেন, "এমন উদ্যোগগুলোর মাধ্যমে ছাত্রদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনা বৃদ্ধি পাবে"।
অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির একটি সুন্দর উদাহরণ, যা পরিবেশ রক্ষা এবং নদী সংরক্ষণের দিকে তাদের মনোযোগ কেন্দ্রীভূত করবে।

Tags

Comment