• Today: November 21, 2024

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত

গত ১৪ জুন পরিবেশবাদী সংগঠণ গ্রীন ভয়েস রামকৃষ্ণ পুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা পালন করলেন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক জনাব জামির হোসেন তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং গ্রীন রামকৃষ্ণপুর কলেজ শাখা কে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন এবং সকল কর্মকান্ডকে সাধুবাদ জানান। এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ভৌমিক স্যার, জুয়েল সওদাগর স্যার, মনিরুল ইসলাম স্যার,বেলাল হোসেন স্যার, কাজী মামুন স্যার,মইনুল ইসলাম স্যার, হান্নান ভূঁইয়া স্যার,মাকসুদা আখতার,ময়নুল হক স্যার,মুন্নি ভূঁইয়া প্রমুখ। 

শেষার্ধে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ শাখার উপদেষ্টা মইনুল হক  এবং মুন্নি ভূঁইয়া গ্রীন ভয়েস এর বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন

ব্লাড গ্রুপিং শেষে কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলীর সহায়তায় বিভিন্ন ফলদ বৃক্ষ রোপন করা হয়।


স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে , এসব অজানা বীরের উদ্দেশ্যে , উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস।

Tags