• Today: November 21, 2024

রাজধানীর ধানমন্ডিতে গাছ কাটার প্রতিবাদে গ্রীন ভয়েস

গ্রিন ভয়েস কর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা গাছ কাটা, রাস্তা মেরামত এবং কাঠামো নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিক্ষোভকারীরা গাছ কাটা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমি যতটা সম্ভব গাছ না কেটে কাজটি করতে চাই। কিন্তু সাত মসজিদ রোডের গাছ কাটা ছাড়া রাস্তার কাজ সম্ভব নয়। আর এ কারণেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের জায়গায় দেশীয় প্রজাতির চারা রোপণের দাবি জানান। আলমগীর কবির বলেন, 'দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে গাছ বাঁচানোর বিষয়ে মানুষকে সচেতন করা। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা ব্যাখ্যা করুন। প্রতিটি শহরে ২০ শতাংশ সবুজ জায়গা থাকা দরকার। কিন্তু পুরান ঢাকায় মাত্র ৫ শতাংশ এবং রাজধানীর বাকি অংশে মাত্র ১২ শতাংশ। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের সহকারী সমন্বয়ক হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসান, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ, সাবেক ছাত্রনেতা, লেখক, কলামিস্ট রুস্তম আলী খোকন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসসহ এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।