ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর!
বাংলাদেশের বৃহত্তম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়।
আজ গ্রীন ভয়েস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন, কষ্টে জর্জরিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের এই উদ্যোগে আপনিও যুক্ত হতে পারেন। দেশের যেকোনো প্রান্তে আপনার দেওয়া উষ্ণ ভালোবাসা পৌঁছে দেবে গ্রীন ভয়েস এর ‘পরশ’ টিম (প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে সবার আগে সাড়াদানকারী উপটিম)।
জানুয়ারি মাস জুড়ে গ্রীন ভয়েস দেশব্যাপী শীতার্তদের পাশে রয়েছে। আপনিও আপনার সাধ্যমতো এগিয়ে আসুন।
মানবতার পরশে শীতার্তদের পাশে দাঁড়াই, উষ্ণতা ছড়িয়ে একসাথে এগিয়ে যাই।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মনোবিজ্ঞানী ও সোনার তরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফাতেমা রুমি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ মাজেদুল হক স্যার। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বহ্নিশিখার রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং সেমিনারটি সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়া ।
প্রায় ৩ ঘন্টাব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা এবং মনোভাব তৈরি করা যায় এসব নিয়ে আলোচনা করা হয়।
বহ্নিশিখা (গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন)। লালমনিরহাট সরকারি কলেজ শাখার বহ্নিশিখা নিয়ে আজকে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের আয়োজন করা হয়। বহ্নিদের কর্ম পরিধি বৃদ্ধির জন্য আয়োজিত আজকের ইফতারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা,গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সোহেল সহ বহ্নিশিখার সদস্যরা।
গ্রীন ভয়েস, হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাদ্য সামগ্রী প্রদান।
স্থানঃ গড্ডিমারী বটতলা, হাতিবান্ধা, লালমনিরহাট।