গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার উদ্দ্যোগে সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠত হয়!
আজ ৮ ই ডিসেম্বর রোজ রবিবার তেজগাঁও কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উদ্দ্যোগে পরিবেশ দূষন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পিং ও সদস্য সংগ্রহ করেন সবুজ বন্ধুরা। গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে সদস্য সচিব শাহরিয়ার কবির হৃদয় এর সঞ্চালনায় ক্যাম্পিংটি সম্পূর্ন হয়। এসময় তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন (ভারপ্রাপ্ত) ফিতা কেটে ক্যাম্পিং উদ্বোধন করেন। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির, সহ-সমন্বয়ক শাকিল কবির, আরিফুল রহমান, মোনছেফা তৃপ্তি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ ও তেজগাঁও কলেজের প্রায় ২৮ বিভাগের বিভাগীয় প্রধানরা এই ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা গ্রীন ভয়েসের কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যেতে বলেন এবং সকল শিক্ষক মন্ডলী গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার বন্ধুদের পাশে থাকার আশ্বাস দেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মনোবিজ্ঞানী ও সোনার তরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফাতেমা রুমি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ মাজেদুল হক স্যার। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বহ্নিশিখার রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং সেমিনারটি সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়া ।
প্রায় ৩ ঘন্টাব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা এবং মনোভাব তৈরি করা যায় এসব নিয়ে আলোচনা করা হয়।
বহ্নিশিখা (গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন)। লালমনিরহাট সরকারি কলেজ শাখার বহ্নিশিখা নিয়ে আজকে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের আয়োজন করা হয়। বহ্নিদের কর্ম পরিধি বৃদ্ধির জন্য আয়োজিত আজকের ইফতারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা,গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সোহেল সহ বহ্নিশিখার সদস্যরা।
গ্রীন ভয়েস, হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাদ্য সামগ্রী প্রদান।
স্থানঃ গড্ডিমারী বটতলা, হাতিবান্ধা, লালমনিরহাট।