• Today: February 22, 2025

গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত .

22 February, 2025
18

১৬ ফেব্রুয়ারি ২০২৫, গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব, দায়িত্ব বণ্টন, আসন্ন আবু সাঈদ বই মেলা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, সাবেক সভাপতি শাওন মিয়া, বর্তমান সভাপতি মোঃ সাদমান হাফিজ, সাধারণ সম্পাদক সাকিব, সাংগঠনিক সম্পাদক উম্মে জেবিনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনায় গ্রীন ভয়েসের ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উপায় এবং আগত প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নিয়ে মতবিনিময় করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানটি নতুন কমিটির পথচলা শুরু করার পাশাপাশি গ্রীন ভয়েসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

Tags

Comment