• Today: February 22, 2025

গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার নবীন বরণ ও শীত সম্মিলন অনুষ্ঠিত

22 February, 2025
45

গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে আজ ১২ ফেব্রুয়ারি, বুধবার নবীন বরণ ও শীত সম্মিলন আয়োজিত হয়। ক্যাম্পাসের স্বাধীনতা স্মারকের পাদদেশে অনুষ্ঠিত এই আয়োজনের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মোহাম্মদ শওকাত আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক, অধ্যাপক ড. আপেল মাহমুদ, অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সোহাগ আলী, সহাকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা, প্রভাষক নিয়াজ মাখদুম, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির প্রমুখ।

প্রথম পর্বে নবীনদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘটে এরপর দ্বিতীয় পর্বে শীত সম্মিলনে পিঠা-পুলি খাওয়া-দাওয়ার পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

Tags

Comment