• Today: December 22, 2024

কুড়িগ্রামে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং কর্মসূচি

22 December, 2024
130

কুড়িগ্রামে সাধারণ শিক্ষার্থী ও গ্রীন ভয়েস- কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনশীল রাখা ও পরিচ্ছন্ন কুড়িগ্রাম  বজায় রাখার সচেতনতামূলক অভিযান সম্পন্ন করেছেন।

"পরিচ্ছন্ন কুড়িগ্রাম আমাদের অঙ্গিকার" স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম শহরের শাপলা চত্ত্বর, ঘোষ পাড়া,পৌরসভা, কলেজ মোড় এবং তালতলায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেন সাধারণ শিক্ষার্থীরা। কার্যক্রম শেষে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম সহনশীল পর্যায়ে রাখতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার ও কোল্ড স্টোরেজে সচেতনতা মূলক অভিযান সম্পূর্ণ করেন গ্রীন ভয়েস কুড়িগ্রম জেলা শাখা।

জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজ, খাবার হোটেল  এবং জিয়া  বাজারের বিভিন্ন মুদি দোকান থেকে শুরু করে কাঁচামালের আড়ৎ, মাংসের আড়ৎ, ডিমের আড়ৎ, চালের আড়ৎ ও মাছের আড়তে ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক( অ: দা:) এ.এস.এম.মাসুদ- উদ-দৌলা,  কৃষি বিপণন কর্মকর্তা রিমা মনি শীল এবং মাঠ ও বাজার পরিদর্শক মো: শফিউল আজম।

Comment