• Today: October 16, 2024

"বিশ্ব নদী দিবস - ২০২৪" উপলক্ষে গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক "সাইকেল র‍্যালি ও মানববন্ধন

16 October, 2024
31
২২ সেপ্টেম্বর "বিশ্ব নদী দিবস - ২০২৪" উপলক্ষে গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক "সাইকেল র্যালি ও মানববন্ধন " কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে সাইকেল র্যালি শুরু হয়ে শাপলা-টার্মিনাল হয়ে ঘাঘট নদীর তীরে পৌঁছায়। সেখানে বিশ্ব নদী দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন হয়। মানববন্ধনে গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়া বলেন, "বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের নদীগুলো বর্তমানে দখল, দূষণ ও পানি প্রবাহের সংকটে ভুগছে। এছাড়াও উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তার পানি ন্যায্য হিস্যা না পাওয়ায় নদীগুলো দিন দিন প্রবাহ হারিয়ে মৃতপ্রায় হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি , দেশের আন্তঃসীমান্ত নদীগুলোর পানির সঠিক হিস্যা প্রদানের মাধ্যমে দেশের নদ-নদীর প্রান ফিরিয়ে আনবেন।"
মানববন্ধন শেষে মাননীয় জেলা প্রশাসক , রংপুরের কাছে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার এবং তিস্তা নদী, শ্যামাসুন্দরী খাল ও রংপুর জেলার জলাশয় রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

Tags

Comment