• Today: December 22, 2024

গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সাপ্তাহিক পাঠচক্রের আসর

22 December, 2024
35
এসো শিখি,এসো শিখাই স্লোগানকে সামনে রেখে আজ গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সাপ্তাহিক পাঠচক্রের আসর "প্রয়াস" অনুষ্ঠিত হয়েছে।
পাঠচক্রটির মূল আলোচ্য বিষয়: "পাবনার বিভিন্ন দর্শনীয় স্থান"
পাঠচক্রে আলোচনা করেছেন:
মানিক হোসেন : "পাবনা মানসিক হাসপাতাল " সম্পর্কে।
সাফেনুর ইসলাম বৈশাখী : "হার্ডিঞ্জব্রিজ " সম্পর্কে।
লিখন শিকদার: "রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র" সম্পর্কে।
পাঠচক্রটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন আয়শা রহমান।
উক্ত পাঠচক্রে উপস্থিত ছিলেন পাবিপ্রবি, গ্রীন ভয়েসের সদস্যরা।

Tags

Comment