• Today: January 24, 2025

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করছে গ্রীন ভয়েস

24 January, 2025
99

নীরব এলাকাতে হর্ণ বাজানো নিষেধ এবং অযথা হর্ন বাজানো নিষেধ নিয়ে সচেতনতায় পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করছে গ্রীন ভয়েস।

আজকে ত্রয়োদশ তম দিনের মতো সচেতনতা তৈরিতে মহাখালী বাসস্ট্যান্ড, লো মেরিডিয়ান, এয়ারপোর্ট, উত্তরা (স্কলাসটিকা স্কুল), কাকলি বাসষ্ট্যান্ডে কাজ করছে গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীরা।
বিঃদ্রঃ বিমানবন্দর (HSIA) এলাকায় এবং প্রধান সড়কের উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকাতে হর্ণ বাজানো নিষেধ। হর্ণ বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
বাস্তবায়নেঃ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প, পরিবেশ অধিদপ্তর।
জনসচেতনতায়ঃ গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন)

Tags

Comment