• Today: April 24, 2025

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটি সাংগঠনিক মিটিং

24 April, 2025
110
গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটি সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় সহ সমন্বয়ক শাকিল কবির, গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিলন মোর্তজা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আহমেদ হানিফ সহ কমিটির সদস্যগণ। উক্ত মিটিংয়ে সাংগঠনিক কার্যক্রমকে নতুনরূপে সচল করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
পরিকল্পনা সমূহ:
১. সবুজ বার্তা প্রকাশ (ক্যাম্পাস ভিত্তিক)।
‌২. নিয়মিত পাঠচক্র করা।
৩. পরিবেশ অলিম্পিয়াড আয়োজন করা।
৪. গ্রীন ভয়েস এর সকল ইউনিটের সাথে যোগাযোগ বৃদ্ধি।
‌৫. খেলাধুলার আয়োজন করা।
৬. বহ্নিশিখা কার্যক্রম চালু করা।
৭. সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
৮. ক্যাম্পাসের বাইরে গ্রীন ভয়েস কার্যক্রম ও বিস্তার করা।
৯. ডিবেট ও কুইজের আয়োজন করা
‌১০. মাসিক চাঁদা নির্ধারণ।
‌১১. নতুন সদস্য সংগ্রহ করা (বুথ ও ক্লাস)।
‌১২. গবেষণামূলক কাজের সুযোগ করা।
১৩. স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কার্যক্রম করা।
‌১৪. প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ প্রদান।
‌১৫. মাননীয় ভিসির মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান।
পরবর্তী সাংগঠনিক মিটিংয়ে আনুষ্ঠানিক ভাবে আলোচনা সাপেক্ষে উক্ত পরিকল্পনা সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
See insights and ads
All reactions:
গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Alamgir Kabir and 17 others

Tags

Comment