• Today: December 22, 2024

ইবিতে গ্রীন ভয়েস এর পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান

22 December, 2024
39
ইবিতে গ্রীন ভয়েস এর পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান।
'আমার ক্যাম্পাস, আমি পরিস্কার রাখবো' এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন 'গ্রীন ভয়েস' ক্যাম্পাসে 'পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান' কর্মসূচি পালন করেছে। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে সংগঠনটির শতাধিক সদস্য নিয়ে ১০ টি গ্রুপ হয়ে প্যারাডাইস রোড, ডায়না চত্বর, ঝাল চত্বর,বটতলা, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, আম বাগান, জিয়া মোড় হয়ে বঙ্গবন্ধু হল পর্যন্ত ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সকল স্থানগুলোতে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে।
মুখে মাস্ক, হাতে গ্লাবস পরিধান সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য বিধি মেনে সদস্যরা একজন দলনেতার অধিনে ১০ জন সদস্যের আলাদা আলাদা দল ক্যাম্পাসের বিভিন্ন যায়গা ঘুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের ময়লা-আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, বিস্কুটের প্যাকেট সহ বিভিন্ন বর্জ সংগ্রহ করে বস্তাবন্দি করেন। এতে প্রায় কয়েক ধাপে ৪০ বস্তা বর্জ্য কুড়ানো হয়। বস্তাবন্দি বর্জ্য ভ্যানে করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর অধ্যাপক ড. মো: শাহীনুজ্জামান স্যার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন স্যার, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মো: জাকির হোসেন স্যার এবং গ্রীন ভয়েস এর উপদেষ্টা ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আনিসুল কবির স্যার এই কার্যক্রম পরিদর্শন করেন এবং যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক ও গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এস এম সুইট উক্ত কার্যক্রমে সার্বিক দিক নির্দেশনা দিয়ে বলেন, ২৪ এর গণ অভ্যত্থানে সকল শহীদের রক্তের মুল্য আমাদের পরিশোধ করতে হবে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মানে তাদের যেই আত্মত্যাগ এবং হাজারও মানুষের পঙ্গুত্ব বরণ যেন বৃথা না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মানে গ্রীন ভয়েস সর্বদা সচেষ্ট থাকবে এটাই প্রত্যাশা।
এই ব্যাপারে গ্রীন ভয়েস, ইবি শাখার সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমাদের ক্যাম্পাস গ্রীন ক্যাম্পাস নামে পরিচিত। কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় ও নিয়মিত পরিস্কার না করায় ক্যাম্পাস তার সৌন্দর্য হারাচ্ছে। ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থাপনার আশেপাশে অসংখ্য পলিথিন, প্লাস্টিকের স্তুপ জমে থাকে। আমরা গ্রীন ভয়েস এর উদ্যোগে কিছুদিন পর পর এই পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গ্রীন ভয়েস প্রতিষ্ঠালগ্ন থেকেই সর্বদা তৎপর থেকে সচেতনতামুলক কাজগুলো করে আসছে।
গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মদ ইমন বলেন, বর্তমানে প্রতিটি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পরিবেশের বড় ধরনের পরিবর্তন এবং সবুজায়ন নিশ্চিত হোক। বর্তমান প্রশাসনের নিকট আহবান থাকবে কোনো স্থাপনা তৈরীর পূর্বে নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে কাজ করা, ক্যাম্পাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের পলিথিন নিষিদ্ধ করে বিকল্প হিসেবে পাট অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করা।

Tags

Comment