• Today: December 04, 2024

গ্রীন ভয়েস - রংপুর বিভাগের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

04 December, 2024
10

গ্রীন ভয়েস - রংপুর বিভাগের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এবং রংপুর বিভাগের আয়োজনে দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্ট (চাপ ব্যবস্থাপনা) বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য ও রেজাউল করিম রেজা, উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু যুবায়ের আল মুকুল, মঞ্জুয়ারা বেগম, সাইফুল ইসলাম সাইদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা মির্জা নাসির উদ্দিন, সাইদুর ইসলাম দুলু এবং শহিদুল ইসলাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাওন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরনবী সরকার ও বনলতা দাস সুমনা।
কর্মশালার মূল আলোচক মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী। তিনি দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্টের বিভিন্ন কৌশল ও চর্চা নিয়ে আলোচনা করেন এবং তথ্যসহ চিত্র উপস্থাপন করেন।
প্রধান আলোচকের বক্তব্য শেষে প্রধান অতিথি মোঃ আলমগীর কবির বলেন, “২৪ এর জুলাই গণ অভ্যুথানের পর অনেকেই মানসিক চাপ বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের কর্মস্পৃহা ও জীবনযাপনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ দেখানো হয়েছে। এছাড়া, গ্রীন ভয়েস ভবিষ্যতেও সময়োপযোগী কর্মশালা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে।”
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা তৈরি করে এবং সফলভাবে সমাপ্ত হয়।

Tags

Comment