• Today: December 12, 2024

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে "গ্রীন ভয়েস" কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ক্লিনিং প্রোগ্রাম

12 December, 2024
244

৫-ই  জুন "বিশ্ব পরিবেশ দিবস"। এবারের প্রতিপাদ্য বিষয় : "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।" এই লক্ষ্যে  "গ্রীন ভয়েস" কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ক্লিনিং করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শ্রদ্ধেয় অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন স্যার। কুড়িগ্রাম সরকারি কলেজ।

আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মন্ডলী :

শ্রদ্ধেয় মঞ্জুরুল ইসলাম  স্যার (সহকারী অধ্যাপক)

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,কুড়িগ্রাম সরকারি কলেজ।

শ্রদ্ধেয় সাইদুর রহমান দুলু স্যার।

কুড়িগ্রাম সরকারি কলেজ।

Comment