গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার উদ্দ্যোগে সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠত হয়!
আজ ৮ ই ডিসেম্বর রোজ রবিবার তেজগাঁও কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উদ্দ্যোগে পরিবেশ দূষন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পিং ও সদস্য সংগ্রহ করেন সবুজ বন্ধুরা। গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে সদস্য সচিব শাহরিয়ার কবির হৃদয় এর সঞ্চালনায় ক্যাম্পিংটি সম্পূর্ন হয়। এসময় তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন (ভারপ্রাপ্ত) ফিতা কেটে ক্যাম্পিং উদ্বোধন করেন। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির, সহ-সমন্বয়ক শাকিল কবির, আরিফুল রহমান, মোনছেফা তৃপ্তি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ ও তেজগাঁও কলেজের প্রায় ২৮ বিভাগের বিভাগীয় প্রধানরা এই ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা গ্রীন ভয়েসের কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যেতে বলেন এবং সকল শিক্ষক মন্ডলী গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার বন্ধুদের পাশে থাকার আশ্বাস দেন।
Comment