• Today: February 22, 2025

গ্রীন ভয়েস, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় শাখার উপটিম বহ্নিশিখা'র আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অধিবেশন

22 February, 2025
70

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে "গ্রীন ভয়েস"-এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী। তারই অংশ হিসাবে গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় শুরু হয়েছে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালা।

৭ দিন ব্যাপী আয়োজিত এ কর্মশালার ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়'র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছা পারভীন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়'র অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শোভন রায়, গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের সহ-সমন্বয়ক শাকিল কবির, গ্রীন ভয়েস নেত্রকোণা জেলার সমন্বয়ক মো: ইসমাইল হোসেন, গ্রীন ভয়েস নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার বহ্নিশিখার সমন্বয়ক আজমিরী ইসলাম, গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম, গ্রীন ভয়েস হাবীবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ন আহবায়ক রিহাব হোসেন, গ্রীন ভয়েস- নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নাজিব উল্লাহ সরকার সামি। 

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নেত্রকোনা বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক নাদিম আহামেদ, নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের পশিক্ষনার্থী বাংলাদেশ অলিম্পিক যুব গেমস কারাতে ব্লু বেল্ট, সিলভার মেডেলিস্ট (উশু, তাইচি) উপমা বিশ্বাস রিয়া।

Tags

Comment