• Today: December 22, 2024

গ্রীন ভয়েসের অফিসিয়াল টি-শার্ট উন্মোচন

22 December, 2024
236

অদ্য বিকেলে রাণীসংকৈল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ রকিবুল হাসান মহোদয় উপস্থিতিতে গ্রীন ভয়েস, রাণীসংকৈল উপজেলার অফিসিয়াল টি-শার্ট উন্মোচন করা হয়। সুদীর্ঘ আলোচনায় গ্রীন ভয়েস, রাণীসংকৈল উপজেলাকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন৷

Tags

Comment