• Today: March 12, 2025

"ক্যাম্পাস সবুজ, সতেজ স্বাস্থ্যসম্মত রাখতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে "গ্রীন ভয়েস"এর আয়োজনে ক্যাম্পাস ক্লিনিং অভিযান অনুষ্ঠিত"

12 March, 2025
196

"ক্যাম্পাস  সবুজ, সতেজ স্বাস্থ্যসম্মত রাখতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে "গ্রীন ভয়েস"এর আয়োজনে ক্যাম্পাস ক্লিনিং অভিযান অনুষ্ঠিত"

পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে অত্র কলেজে ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে আসা সংগঠনটি প্রতিনিয়ত পরিবেশ সচেতনতায় কাজ করে আসছে।ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ (রবিবার) উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী স্যার। কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সম্মানিত উপদেষ্টা সাইদুর রহমান দুলু স্যার।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক এবং সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Comment