• Today: March 12, 2025

বিশ্ব নদী দিবস উপলক্ষে নাগেশ্বরীতে গ্রীন ভয়েসের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

12 March, 2025
121
২২ সেপ্টেম্বর ২০২৪, বিশ্ব নদী দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলায় গ্রীন ভয়েসের উদ্যোগে একটি মানববন্ধন, আলোচনা সভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ব্রহ্মপুত্র, দুধকুমার, ফুলকুমারসহ এলাকার সকল নদ-নদীকে রক্ষা করা এবং সেগুলোর সংরক্ষণে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো।
গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন ছোটনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মামুনসহ আরও অনেক সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
সভাপতি মোঃ ইসমাইল হোসেন ছোটন তার বক্তব্যে বলেন, নদী আমাদের জীবনের অপরিহার্য অংশ। নদী রক্ষার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নদী বাঁচলে, প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচব। তাই আজকের এই দিনে আমরা নদী রক্ষার শপথ নিই।
সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মামুন তার বক্তব্যে নদীদূষণের কারণসমূহ তুলে ধরেন এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, নদী দূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক, রাসায়নিক সার ও কীটনাশক। আমাদের সবাইকে এই দূষণ প্রতিরোধে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।
আলোচনা সভার শেষে গ্রীন ভয়েসের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নদী রক্ষার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tags

Comment