• Today: March 21, 2025

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এক অসহায় বৃদ্ধা মা পেলেন মাথা গোঁজার ঠাঁই

21 March, 2025
63

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এক অসহায় বৃদ্ধা মা পেলেন মাথা গোঁজার ঠাঁই

গ্রীন ভয়েস, পরিবেশবাদী যুব সংগঠন হিসেবে শুধুমাত্র সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার কাজেই সীমাবদ্ধ নয় বরং মানবিক সংকটে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্বের অংশ।

প্রতিবছর বন্যা পরবর্তী সময়ে হতদরিদ্র বৃদ্ধা মায়েদের জন্য ঘর বানিয়ে উপহার প্রদান করা আমাদের একটি নিয়মিত কার্যক্রম। মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি হচ্ছে বাসস্থান। এই বৃদ্ধা মায়ের মাথার ওপর কোনো ছাদ ছিল না। 

এক সময় গোয়াল ভরা গরু  বিঘায় বিঘায় জমি থাকলেও তার সবই এখন ধরলা নদীর কবলে বিলীন।  শীতের কনকনে ঠান্ডা, প্রখর রোদ আর ঝড়-বৃষ্টির সাথে লড়াই করেই দিন কাটাতেন তিনি। 

এবারও গ্রীন ভয়েস পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় উনাকে একটি ঘর উপহার দেওয়া হলো। ঘর পেয়ে বৃদ্ধা মা খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন।

উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় স্বম্নয়ক রবিউল ইসলাম রুবেল, কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, গ্রীন ভয়েস খুলনা বিভাগীয় সহ স্বম্নয়ক সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিল ও সাধারণ সম্পাদক নূরনবী সহ গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সদস্যরা 

আমাদের বিশ্বাস, যুবসমাজ এগিয়ে এলে শুধু পরিবেশ নয়, মানবিকতার ক্ষেত্রেও আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো।

Tags

Comment