রাবিতে গ্রীন ভয়েসের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। "বিতার্কিকরা লড়বে,পরিবেশও বাঁচাবে" এই শিরোনামে গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক "ডিবেট টুর্নামেন্ট ২০২৪" এর অয়োজন করা হয়। ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার উক্ত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখোমুখি হয় টিম ল্যাংগুয়েজ ইউনিট বনাম লুব্ধক।
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বির্তক প্রতিযোগিতার আজকের ফাইনালের মোশন ছিল: "এই সংসদ মনে করে, উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশগত অবনতির জন্য বহুজাতিক কর্পোরেশনগুলিই দায়ী।" বিতার্কিকদের দুটি দল, যথাক্রমে সরকারি দল এবং বিরোধী দল হয়ে সংসদীয় ধারায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে বির্তক প্রতিযোগিতায় টিম
ল্যাংগুয়েজ ইউনিট চ্যাম্পিয়ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিন টুর্নামেন্টে সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমান বলেন, ডিবেট এর মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। পরিবেশ বিষয়ক বির্তক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার সৃষ্টি হবে।
উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহ সভাপতি বিনীতা বিশ্বাস, রিফাত, প্রান্ত, মাহিন, ইফরিম সিদ্দিকী সহ গ্রীন ভয়েসের সবুজ বন্ধুগণ। উল্লেখ্য ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার উক্ত বির্তক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।
Comment