• Today: April 24, 2025

উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর শুরু করল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শাখা।

24 April, 2025
96

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা,

উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর! ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শাখা।

প্রতি বছরের ন্যায় এবারও, গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন), কেন্দ্রীয় কমিটি'র পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পূর্ণ হলো। এ কার্যক্রম বাস্তবায়ন করে গ্রীন ভয়েস 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও সহ সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি, গ্রীন ভয়েস ডিটিটিসি শাখার দপ্তর সম্পাদক নাঈম সরকার, গ্রীন ভয়েস ডিটিটিসি শাখার আপ্যায়ন সম্পাদক মোঃ রিজভী রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ডিটিটিসি শাখার সদস্য বুশরা, নাবিলা।

Tags

Comment