• Today: July 19, 2025

শহীদদের স্মরণে ফুলের চারা রোপণ

19 July, 2025
249

এই বর্ষাকালে, শহীদ ভাইয়ের স্মরণে ১০০ টি ফুলের চারা রোপণের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে, ঢাকা কলেজে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়, আজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজ এ রোপণ করা হবে।

গতকাল প্রোগ্রামে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর তিন সহ সমন্বয়ক- হুমায়ুন কবির সুমন, আরিফুর রহমান, শাকিল আহমেদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, ঢাকা কলেজ থেকে উপস্থিত ছিলেন - গ্রীন ভয়েস, ঢাকা কলেজের সাবেক সভাপতি - রবিউল ইসলাম রবি, বর্তমান সভাপতি - ফাহিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম , এছাড়াও ধানমণ্ডি ২৭ এ বেশকজন ভলান্টিয়ার।

চারা প্রদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা অভিনেত্রী  Mumtaheena Chowdhury TOYA আপু।

Comment