• Today: December 22, 2024

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কুইজ, রচনা প্রতিযোগীতা ও বৃক্ষ রোপন কর্মসূচী

22 December, 2024
174

৫-ই  জুন "বিশ্ব পরিবেশ দিবস"। 

এবারের প্রতিপাদ্য বিষয় : "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।" 

এই লক্ষ্যে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কুইজ, রচনা প্রতিযোগীতা ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।  প্রোগ্রামে বিজয়ীদের পুরুষ্কৃত করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা টিমের উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ।

Comment