• Today: February 22, 2025

গ্রীন ভয়েস - বহ্নিশিখা, রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত "Workshop on Stress Management in Daily life" শীর্ষক ওয়ার্কশপ।

22 February, 2025
55

গ্রীন ভয়েস - বহ্নিশিখা, রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত "Workshop on Stress Management in Daily life" শীর্ষক ওয়ার্কশপ।

কারমাইকেল কলেজে আজ বিকাল ৫ টায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটির পরিচালনা করেন মনোবিজ্ঞানী ও সোনারতরীর প্রতিষ্ঠাতা জনাব ফারজানা ফাতেমা (রুমী)।
এ ছাড়াও বক্তব্য রাখেন গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক জনাব ড. মো. মেফতাউল ইসলাম মিলন।

Tags

Comment