• Today: November 21, 2024

প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

21 November, 2024
62

প্লাস্টিক-পলিথিন ইত্যাদি বর্জ্য বৈশ্বিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। উদ্বেগজনক হারে এইসব দ্রব্যাদির ব্যবহার সারা পৃথিবীতে সকলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বৃষ্টিজনিত মৌসুমী বন্যার প্রধান কারণও প্লাস্টিক-পলিথিন বর্জ্য। এই সকল বর্জ্য নালা-নর্দমা ও খালসমূহে পতিত হয়ে পানি-প্রবাহ বাধাগ্রস্ত করছে। কঠোরভাবে আইনের প্রয়োগ এবং নগরবাসীর অভ্যাস ইতিবাচকভাবে পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে মহানগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রেডঅরেঞ্জ কমিউনিকেশন্স এবং ওশানবাউন্ড আজ নগরীর কল্যাণপুর পাম্প হাউস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনানুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)-র প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি, প্রধান অতিথি; প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ও নেদারল্যান্ডস্ দূতাবাসের, ডেলিগেটেড রিপ্রেজেনটেটিভ ওয়াটার, নিলজে কেইলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রেডঅরেঞ্জ কমিউনিকেশন্স এর পরিচালক অলক কুমার মজুমদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডাচ ওয়াটার কনসোর্টিয়াম সিডিআর-এর প্রকল্প পরিচালক এবং ওশানবাউন্ড-এর ব্যবস্থাপনা পরিচালক সিপ্রিয়ান হেনড্রিকস্ প্রকল্প পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতিসংঘের প্রকল্পকর্ম বিষয়ক দপ্তর (ইউএনওপিএস)-এর প্রতিনিধি হাসান আহমেদ, ডিএনসিসি-র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মো. মইন উদ্দিন, প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন ফিদা হাসান, এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সাধারণ সম্পাদক আলমগীর কবির, রেডঅরেঞ্জ এর উপ-পরিচালক জান্নাতুল মুনিয়া প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিগণ কল্যাণপুর খাল পরিষ্কারকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে খালে প্লাস্টিক-বর্জ্য প্রতিরোধী একটি বিশেষ ধরনের ভাসমান জাল স্থাপন করা হয়। উল্লেখ্য, ঢাকা নগরীতে বছরে জনপ্রতি ২৪ কেজি প্লাস্টিক ব্যবহৃত হয়।
ইউএনওপিএস প্রতিনিধি বলেন, সমস্যাটির গভীরতা অনুধাবন করতে না পারলে এর সমাধান সম্ভব নয়। ক্যাপ্টেন ফিদা হাসান বলেন, ডিএনসিসি-র ৮৮ কিলোমিটার দীর্ঘ ২৯টি খালের সীমানা চিহ্নিত করার কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে, তারপর এগুলো পরিষ্কারকরণের উদ্যোগ আরও গতি পাবে।
গতকাল ২০শে সেপ্টেম্বর ২০২৪ ছিল বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৭৮/১২২ নম্বর প্রস্তাবনার মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ২০ সেপ্টেম্বরকে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির এ বছরের প্রধান শ্লোগান হলো: "জীবনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ!” (Make Room for Life!) । বর্জ্য ও প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রামে জনগণকে উৎসাহিত করতে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে।
রেডঅরেঞ্জ কমিউনিকেশন্স এবং নেদারল্যান্ডস্-ভিত্তিক ওশানবাউন্ড, বিশ্বব্যাংক ও ইউএনওপিএস-এর সহায়তায়, কল্যাণপুর খালকে প্লাস্টিকমুক্ত করতে “প্লিজ” প্রকল্প বাস্তবায়ন করছে। সিডিআর ইন্টারন্যাশনাল, "জলবায়ু সহনশীল, প্রকৃতি-বান্ধব, বৃষ্টির পরিষ্কার পানি-প্রবাহ, কল্যাণপুর খাল প্রকল্প, ঢাকা" বাস্তবায়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)-র সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নেদারল্যান্ডস্ দূতাবাস কল্যাণপুর খাল-সংক্রান্ত প্রকল্পের প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে।
ডিএনসিসি-র উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে, কল্যাণপুর এলাকা প্রতি বছর বৃষ্টিজনিত কারণে বন্যা-কবলিত হয়। ফলে, নগরবাসীর জীবন ও জীবিকা চরম দুর্ভোগ ও হুমকি মুখে পড়ে। নগরীর কল্যাণপুর খালের পার্শ্ববর্তী এলাকাসমূহে প্রায় ১৫ লক্ষ মানুষ বসবাস করে।

Tags

Comment