• Today: March 21, 2025

গ্রীন ভয়েস, ইডেন শাখায় অনুষ্ঠিত হয় সাপ্তাহিক পাঠচক্রের আসর- প্রয়াস।

21 March, 2025
87

গ্রীন ভয়েস, ইডেন শাখায় অনুষ্ঠিত হয় সাপ্তাহিক পাঠচক্রের আসর-  প্রয়াস।

উক্ত প্রয়াসে ছিলো কুইজ প্রতিযোগিতা  ও নিয়মিত ব্যায়াম চমৎকার স্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি'র উপর সেমিনার।

সেমিনারে  অতিথি হিসেবে ছিলেন -গ্রীন ভয়েস-বহ্নিশিখা নারী  ফিটনেস প্রশিক্ষক মোছা : মোরশেদা এবং গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগের সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি।

আজকের কুইজ বিজয়ী হয় জুথি আক্তার, লাকী আক্তার ও প্রাপ্তি।

কুইযে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় এবং আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ব্যায়াম কতটা জরুরী এই নিয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যের যত্ন নিতে সকলকে উৎসাহিত করা হয়।

Comment