
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন ভয়েস, আরডিআরসি, পরিজা, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন, জুরাইন ফুটবল একাডেমি, জাগরণী ক্রীড়াচক্র এবং পরিবেশ বার্তা’র যৌথ উদ্যোগে আজ, ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় ফার্মগেটের আনোয়ারা পার্কের সামনে (তেজগাঁও কলেজের বিপরীতে) “আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জ পার্ক, তাজউদ্দীন আহমদ পার্ক ও ওসমানী উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার” দাবিতে এক নাগরিক সমাবেশ ও লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লংমার্চটি আনোয়ারা উদ্যান থেকে শুরু হয়ে পান্থকুঞ্জ পার্কে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। উপস্থিত ছিলেন বাপার সহ-সভাপতি মহিদুল হক খান, সহ-সভাপতি ও বেনের বৈশ্বিক সমন্বয়কারী ড. মো. খালেকুজ্জামান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এবং গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, মোনছেফা আক্তার তৃপ্তি, শাকিল কবির ও তিতলী নাজনিন।
এছাড়াও তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান রেহানা শারমীন, ভূগোল বিভাগের অধ্যাপক ফাতেমা আনিছ ও ড. হারুন-উর রশিদ, গ্রীন ভয়েস তেজগাও শাখার সংগঠক রাসেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে গ্রীন ভয়েসের তেজগাঁও কলেজ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শাখা, ঢাকা কলেজ শাখা, বাংলা কলেজ শাখা, হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি শাখা, সরকারি তিতুমীর কলেজ শাখা এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখাসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আনোয়ারা উদ্যানসহ দেশের সকল মাঠ ও পার্ক সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দিতে হবে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করণের জন্য পার্ক -মাঠ ও উদ্যান থেকে সকল নির্মাণ সামগ্রী অপসারণ করে খেলার ও চলাচলের পরিবেশ নিশ্চত করতে হবে। তিনি আরো বলেন আনোয়ারা উদ্যানের চারিদিকে অনেক শিক্ষা প্রতিষ্টান আছে এখানকার ছাত্রদের উম্মুক্ত বায়ু সেবনের এই উদ্যান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। আমরা দ্রুতই এই নির্মাণ সামগ্রীর অপসারণের দাবী জানাই।
ড. মো. খালেকুজ্জামান বলেন, বাংলাদেশে খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার রক্ষা করার জন্য অনেক আইন থাকা সত্ত্বেও অতীতের সব সরকার উন্নয়নের নামে এইগুলি ধ্বংস করেছে এবং নানাভাবে দখল করেছে। বর্তমানের পরিবেশ স্বপক্ষ সরকার নিশ্চয় একই কাজ করবেনা। আমি আহবান জানাচ্ছি যেন বর্তমানের পরিবেশবাদী সরকার দখলদারের ভুমিকায় অবতীর্ণ না হয়। তারা যেন স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য-বিরোধী আন্দোলনের স্পৃহার সাথে এক হয়ে সকল পার্ক, উদ্যান, এবং জলাভূমি দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন।
মো. আলমগীর কবির বলেন ২০০৪ সালে দেশের সকল পার্ক-মাঠ রক্ষায় একটি আইন করা হয়েছিল। সেই আইনে স্পষ্ট বলা আছে খেলার মাঠে কোন ধরণের স্থাপনা করা যাবেনা। কিন্তু তৎকালিন ফেসিষ্ট সরকারই উন্নয়নের নামে দেশে একের পর এক আইন ভঙ্গ করে খেলার মাঠ-পার্ক উদ্যান বিনষ্ট করেছে। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যান ছিলো এলাকার মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। একসময় হাজারো মানুষ ছোট্ট উদ্যানটিতে হাঁটাচলা করতো, শিশুরা খেলতো, কম আয়ের মানুষ ক্লান্তি দূর করতে জিরিয়ে নিতো। এই উদ্যানটিতে মেট্রোরেলের স্টেশন করায় এখানকার সকল গাছ কাটা হয়েছিল। কিন্তু মেট্রো রেলের কাজ শেষ হওয়ার পরেও অফিস এবং অবকাঠামো রাখায় বন্ধ রয়েছে গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত উদ্যানটি। বছর কয়েক আগেও ফার্মগেটের গা ঘেঁষা ছোট্ট এ উদ্যানটি ছিলো সবুজ গাছ গাছালিতে ভরা। পান্থকুঞ্জ পার্কে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের ফলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য বিপন্ন হয়েছে। পার্কের গাছ কেটে গড়েতোলা হয়েছে অনেক স্থাপনা। যা অত্রএলাকার জনসাধারণের পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। তিনি অতি দ্রুত সকল পিলার অপসারণের দাবি জানান।
অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, সুন্দর পরিবেশই দেশের সুন্দর ভবিষ্যত গড়ে তোলে। আনোয়ারা উদ্যান থেকে সকল ধরনের স্থাপনা ও নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণ করে এখানে সকল মানুষের উম্মূক্ত বায়ু সেবনের দাবি জানান। তিনি আরো বলেন মেট্রোর কাজ শেষ হওয়ার পরেও কেন এই স্থাপনাগওলো সরিয়ে নেওয়া হচ্ছেনা।
আজকের নাগরিক সমাবেশে থেকে নিম্মোক্ত দাবীসমূহ তুলে ধরা হয়:
• শহীদ আনোয়ারা উদ্যান থেকে মেট্রোরেলের সকল সরঞ্জাম অপসারণ করে উদ্যানটি জনগণের
জন্য উন্মুক্ত করতে হবে।
• পান্থকুঞ্জ পার্কের অরণ্য ফিরিয়ে দিতে হবে।
• কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে।
• সবুজে ঘেরা ওসমাণী উদ্যান পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
• তাজউদ্দীন পার্কের ইজারা বাতিল কর।
• সকল মাঠের অভ্যন্তরের নতুন-পুরাতন সকল স্থাপনা অপসারণ করতে হবে।
• সকল মাঠের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে হবে।
• দেশর সকল মাঠ থেকে দখলদারদের সম্পূর্ণভাবে উৎখাত করে মাঠে সকল মানুষের
প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
Tags
Share
Related News

গ্রীন ভয়েস, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় শাখার উপটিম বহ্নিশিখা'র আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ক" ৭ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অধিবেশন

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক প্রশাখা বহ্নিশিখার অন্যতম কার্যক্রম বলিয়ান নারী।

"আত্মবিশ্বাসে আত্নরক্ষা" স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহ্নিশিখার প্রশিক্ষণ কর্মশালা

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে "পরিবেশ বাঁচাও" শীর্ষক একটি সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়।

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Green Voice, Jashore University of Science Technology unit, exchanged greetings and courtesy call with Vice Chancellor, Professor Dr. Md. Abdul Mazid Sir.

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা প্রশাসন চিলমারী এর সহযোগিতায় গরীব ও দুঃস্থ্য অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

গ্রীন ভয়েস, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাংগঠনিক আড্ডা ও কর্ম পরিকল্পনা সভা।

আজ গ্রীন ভয়েস, কালীগঞ্জ উপজেলা শাখার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও নতুন কমিটি গঠনের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়

নীলফামারী সরকারী কলেজ ক্যাম্পাসে "প্লাস্টিকের বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন" স্লোগানকে সামনে রেখে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

গ্রীন ভয়েস - বহ্নিশিখা, রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত "Workshop on Stress Management in Daily life" শীর্ষক ওয়ার্কশপ।

গ্রীন ভয়েস - বহ্নিশিখা, রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত "Workshop on Stress Management in Daily life" শীর্ষক ওয়ার্কশপ।

গ্রীন ভয়েস, বাঞ্ছারামপুর উপজেলা শাখার ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসেপরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মাননীয় উপদেষ্টা ড. মোশরেকা অদিতি হক ম্যাম এবং ড. মো: ইকবাল সারোয়ার স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ

গ্রীন ভয়েস বেগম বদরুন্নেসা সরকারি কলেজ গ্রীন ভয়েস শাখার নতুন বন্ধুদের আগামী পরিকল্পনা নিয়ে সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে বিহাস পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়

গান চর্চার মাধ্যমে গ্রীন ভয়েস, ইডেন মহিলা শাখায় সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম - অভিযাত্রিক টিমের সূচনা হয়

গ্রীন ভয়েস'র বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৪ টি পরিবার মাঝে ২.৫ বান করে টিন উপহার।

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব ও বিশেষ আলোচনা সভা

গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার কর্তৃক "Climate Change: Role of the Youth" শীর্ষক সেমিনার

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গ্রীন ভয়েস মেধামূল্যায়ণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গ্রীন ভয়েস মেধামূল্যায়ণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গ্রীন ভয়েস মেধামূল্যায়ণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গ্রীন ভয়েস মেধামূল্যায়ণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গ্রীন ভয়েস মেধামূল্যায়ণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সহ-সমন্বয়ক জনাব শাকিল কবিরের সঙ্গে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও কার্যক্রম বিষয়ে আলোচনা ।

গ্রীন ভয়েস, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ক্লাস ক্যম্পেইন

গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সাপ্তাহিক পাঠচক্রের আসর

সরকারি বাঙলা কলেজ'র অধ্যক্ষ ও উপাধ্যক্ষ'র সাথে গ্রীন ভয়েস, সরকারি বাঙলা কলেজ শাখার সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে গ্রীন ভয়েস উলিপুর শাখার ব্যতিক্রমী প্রয়াস: চর গুজিমারি মডেল স্কুলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প।

"ক্যাম্পাস সবুজ, সতেজ স্বাস্থ্যসম্মত রাখতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে "গ্রীন ভয়েস"এর আয়োজনে ক্যাম্পাস ক্লিনিং অভিযান অনুষ্ঠিত"

গ্রীন ভয়েস ও রেড ক্রিসেন্ট এর সমন্বিত উদ্যোগে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব নদী দিবস উপলক্ষে লালমনিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীর মাঝে পরিবেশ বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বিশ্ব নদী দিবস -২০২৪ উপলক্ষে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার কে বাংলাদেশের নদী ও জলাশয় রক্ষার দাবিতে স্বারকলিপি প্রদান

বিশ্ব নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস, ভূরুঙ্গামারী উপজেলা শাখার কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা।

"বিশ্ব নদী দিবস - ২০২৪" উপলক্ষে গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক "সাইকেল র্যালি ও মানববন্ধন
প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি স্মরনে গ্রীন ভয়েস-এর বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রীন ভয়েস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রীন ভয়েস, চিলমারী উপজেলা শাখার গ্রীন ভয়েস" এর কার্যক্রম ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা

শহীদ আবু সাঈদ স্মরণে ১০০ তালগাছের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন করলো গ্রীন ভয়েস, কুড়িগ্রাম জেলা।

বরিশালের গৌরনদী উপজেলায় গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা, ট্রাফিক কন্ট্রোল এবং বাজার মনিটরিং কর্মসূচি

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ।

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে "গ্রীন ভয়েস" কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ক্লিনিং প্রোগ্রাম

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পরিবেশ সচেতনতা র্যালী ,ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস , নাগেশ্বরী শাখা কর্তৃক নাগেশ্বরী সরকারি কলেজ এ পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কুইজ, রচনা প্রতিযোগীতা ও বৃক্ষ রোপন কর্মসূচী

গ্রীন ভয়েস- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান

গ্রীন ভয়েস, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২১ এ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গ্রীন ভয়েস,লালমনিরহাট সরকারি কলেজ শাখার শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গ্রীন ভয়েস,কুরিগ্রাম জেলা টিমের শ্রদ্ধা নিবেদন

Under the initiative of Rajshahi University branch Tree Plantation in Motihar Garden, Rajshahi University

"Green Voice Eden women's branch arranged an event to commemorate the death anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman"

"In commemoration of National Mourning Day, a program was organized by Green Voice, Dinajpur Government College Branch."

"Green Voice initiates tree planting through the initiative of Government Mahatab Uddin College branch."

On "National Oxygen Protection Day," Green Voice organizes a student and youth protest against tree cutting.
Tags
Archive
Recent Works & Events








Comment