• Today: March 12, 2025

বন্যার্তদের পাশে গ্রীন ভয়েস

12 March, 2025
141
গ্রীন ভয়েস-এর পরশ টিম নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার ১নং চর মটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের গ্রামের ব্যনার্তদের জরুরী সহায়তা সরবরাহ করেছে।
গ্রীন ভয়েস-এর ১৬ টি উপটিম নিয়ে দেশজুড়ে কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগে (প্রাকৃতিক ও মানবসৃষ্ট) দ্রুত সাড়া প্রদানকারী উপটিম পরশ।
গ্রীন ভয়েস পরিবার বন্যায় মৃত্যু বরণকারীদের জন্য গভীরভাবে শোকাহত। ১৩ টি জেলার প্রায় ৪৫ লাখ পানি বন্দী মানুষের জন্য প্রার্থনা এবং অগণিত স্বেচ্ছাসেবক যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্যোগে ঝাপিয়ে পড়ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

Comment