• Today: December 04, 2024

লালমনিরহাটে গ্রীন ভয়েসের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

04 December, 2024
12

লালমনিরহাটে গ্রীন ভয়েসের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গ্রীন ভয়েস, লালমনিরহাট সরকারি কলেজ শাখার আয়োজনে দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্ট (চাপ ব্যবস্থাপনা) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য , রবিউল ইসলাম রুবেল, সোহানুর রহমান সোহান, রেদোয়ান রাঙ্গা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রোকনুজ্জামান হৃদয়, বহ্নিশিখা রংপুর জেলা প্রতিনিধি সুরাইয়া আক্তার ও গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রানা, জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখা ও গ্রীন ভয়েস লালমনিরহাট জেলার বিভিন্ন সবুজ বন্ধুরা।
এরপর কর্মশালার মূখ্য আলোচক হিসেবে দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্ট এর বিভিন্ন কৌশল ও চর্চা নিয়ে তথ্য এবং চিত্র উপস্থাপন করেন মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী।
প্রধান আলোচকের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবির বলেন, ২৪ এর জুলাই গণ অভ্যুথানের পর অনেকেই একটা মানসিক চাপ বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের কর্ম চাঞ্চল্য বা স্পৃহার ট্র্যাক পরিবর্তন হয়ে গেছে। একজন শিক্ষার্থী যেন মানসিক ট্রমা থেকে বেরিয়ে পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠে, দৈনন্দিন কাজ গুলো যেন ভীতি আতংক ছাড়াই নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনেও সময়োপযোগী বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি গ্রীন ভয়েস সামাজিক স্বেচ্ছাসেবা ও পরিবেশ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

Tags

Comment