• Today: January 24, 2025

গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার কর্তৃক "Climate Change: Role of the Youth" শীর্ষক সেমিনার

24 January, 2025
56
আজ ৯ নভেম্বর ২০২৪ গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক "Climate Change: Role of the Youth" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় ।
উক্ত সেমিনারে আলোচক হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান , স্বপন মাহমুদ, বহ্নি শিখা - বেরোবি শাখার সমন্বয়ক সুরাইয়া আক্তার । সেমিনারে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস - বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়া, সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন ভয়েস, বেরোবি শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী।
সেমিনারে আলোচকগণ জলবায়ু পরিবর্তনে যুবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন । যুবকরাই আগামী দিনের পরিবেশ সুরক্ষায় অগ্রসেনানী হতে পারে। তবে, এককভাবে কোন উদ্যোগই যথেষ্ট নয়। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে সরকার, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনতে হবে। একমাত্র সম্মিলিত উদ্যোগেই আমরা এই সংকট মোকাবিলা করতে পারবো। আমরা যদি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে চাই, তাহলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে এটি সম্ভব হবে।

Tags

Comment