• Today: December 22, 2024

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক পরিবেশ সচেতনতা র‍্যালী ও ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়।

22 December, 2024
251

৫ জুন " বিশ্ব পরিবেশ দিবস " উপলক্ষে গ্রীন ভয়েস - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা কর্তৃক পরিবেশ সচেতনতা র‍্যালী ও ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়। 

ক্যাম্পাসের স্বাধীনতা স্বারক, শহীদ মিনার মাঠ, দেবদারু রোড, বিজয় সড়ক, ক্যাফেটেরিয়া, একাডেমিক বিল্ডিং (১,২,৩,৪), কৃষ্ণচূড়া রোড, প্রশাসনিক ভবনের আশপাশের জায়গাজুড়ে এ পরিস্কার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক সাদমান হাফিজ রিমন সাকিব, সুমন, হ্যাপি, হেনা, জেবীন,সায়মা, সাগর, শাকিলসহ সদস্যবৃন্দ।

এ বছরের প্রতিপাদ্য "করবো ভূমি পুনুরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা"।  বর্তমান বিশ্বে পরিবেশের অবনতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণ, জলদূষণ, বনাঞ্চল ধ্বংস, এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা আমাদের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে । আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের পরিবেশকে রক্ষা করতে। আসুন, আমরা সবাই সচেতন হই এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ রেখে যাই।

Comment