• Today: December 22, 2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

22 December, 2024
39

আজ, ১৬ নভেম্বর ২০২৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক এবং গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সভাটি পরিচালনা করেন গ্রীন ভয়েস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সাইদুর রহমান  সীমান্ত।

ড. সুলতানা ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "গ্রীন ভয়েস দেশব্যাপী পরিবেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়ালেখার পাশাপাশি পরিবেশের উন্নয়নে এগিয়ে এলে দেশের সামগ্রিক কল্যাণ সম্ভব।"

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, "বাংলাদেশের ইতিহাস বলে, দেশের প্রয়োজনে ছাত্র সমাজ সবসময় এগিয়ে এসেছে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম হয়নি। গ্রীন ভয়েস তরুণদের শুধু নিজেদের উন্নয়নের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য একটি দখল ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।"

সভায় গ্রীন ভয়েস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শাখার সদস্যরা পরিবেশ উন্নয়ন, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

Comment