• Today: August 16, 2025

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মাননীয় উপদেষ্টা ড. মোশরেকা অদিতি হক ম্যাম এবং ড. মো: ইকবাল সারোয়ার স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ

16 August, 2025
229
গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মাননীয় উপদেষ্টা ড. মোশরেকা অদিতি হক ম্যাম এবং ড. মো: ইকবাল সারোয়ার স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে সাংগঠনিক কার্যক্রমকে নতুনরূপে সচল করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত প্রদান করেন এবং তা বাস্তবায়নের পরামর্শ দেন।

Tags

Comment