• Today: March 21, 2025

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে গ্রীন ভয়েস, কক্সবাজার জেলা

21 March, 2025
66

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর!  

বাংলাদেশের বৃহত্তম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। 

আজ গ্রীন ভয়েস, কক্সবাজার  জেলা শাখা এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন, কষ্টে জর্জরিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। 

আমাদের এই উদ্যোগে আপনিও যুক্ত হতে পারেন। দেশের যেকোনো প্রান্তে আপনার দেওয়া উষ্ণ ভালোবাসা পৌঁছে দেবে গ্রীন ভয়েস এর ‘পরশ’ টিম (প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে সবার আগে সাড়াদানকারী উপটিম)। 

জানুয়ারি মাস জুড়ে গ্রীন ভয়েস দেশব্যাপী শীতার্তদের পাশে রয়েছে। আপনিও আপনার সাধ্যমতো এগিয়ে আসুন। 

মানবতার পরশে শীতার্তদের পাশে দাঁড়াই, উষ্ণতা ছড়িয়ে একসাথে এগিয়ে যাই।

Tags

Comment